ডিএফএস পুরস্কার পেল ‘নগদ’

দেশের সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ২০২১ পুরস্কার পেয়েছে ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 05:32 PM
Updated : 22 Jan 2022, 05:32 PM

যুক্তরাজ্যভিত্তিক অর্ধবার্ষিক বাণিজ্য সাময়িকী গ্লোবাল ইকনমিক্স এ পুরস্কার দিয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।

গত ২০ জানুয়ারি দুবাইয়ে হোটেল সাংরিলায় এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

নগদ এর পরিচালক ফয়সাল চৌধুরী ও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রধান কে এম আইরীন আজিজ পুরস্কার গ্রহণ করেন। 

গত বছর ২০২১ সালের জুলাইতে নগদকে বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (ডিএফএস) স্বীকৃতি দেয় গ্লোবাল ইকনমিক্স লিমিটেড। সেই স্বীকৃতির অংশ হিসেবে সম্প্রতি এ পুরস্কার গ্রহণ করেছে নগদ।

মূলত প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের স্বীকৃতি হিসেবে নগদকে এ পুরস্কার দেওয়া হয়।

এ অর্জনের বিষয়ে নগদ এর সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “যাত্রার পর থেকেই আমরা উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী সেবা দিতে কাজ করে যাচ্ছি। এই অর্জন নগদ এর জন্য একটি মাইলফলক।

“সামনের দিনে আরও উদ্ভাবনী কাজের মাধ্যমে নগদ আরও বেশি বেশি স্বীকৃতি পাবে, সেই প্রত্যাশা করছি।”

এরমধ্যে ২০২০ সালের অক্টোবর মাসে বেস্ট ফিনটেক স্টার্টআপ-এর জন্য ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, অর্থনৈতিক অন্তৰ্ভুক্তিতে অনন্য অবদানের জন্য প্রথম বাংলাদেশি এমএফএস প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স গ্লোবাল আইসিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০, ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে অবদানের জন্য ২০২০ সালে ডিজিটাল বাংলাদেশ মেলায় স্বীকৃতি পেয়েছে নগদ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।