সিআইপি কার্ড পেলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান

রপ্তানি ও বাণিজ্য খাতে ভূমিকার স্বীকৃতিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (সিআইপি) মনোনীত হয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 03:53 PM
Updated : 21 Jan 2022, 11:17 AM

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এক অনুষ্ঠানে তাদের হাতে সিআইডি কার্ড তুলে দেন। বাণিজ্য মন্ত্রণালয় এবার মোট ১৭৬ জন সিআইপি কার্ড দিয়েছে।

সালাউদ্দিন আলমগীর ও সুলতানা জাহান এর আগেও এই সম্মাননা পেয়েছেন বলে লাবিব গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোয়েটার, ডাইং, টেক্সটাইল, ব্যাংকিং, লিজ ফাইন্যান্স, ইলেক্ট্রনিক্স, আইটি, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষিখাতে ২০টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে লাবিব গ্রুপের।