বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ‘হাউজফুল অফারের’ ঘোষণা দেন ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এস এম সালাহউদ্দিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার শুরু হওয়া এ অফার চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ২৭৫টি শোরুম থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিনলে ক্রেতার মোবাইল ফোনে ক্যাম্পেইনের একটি বার্তা চলে যাবে। সপ্তাহ শেষে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রতি সপ্তাহের বিজয়ীরা পাবেন ৩২ ইঞ্চি এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার এবং ইলেকট্রিক কেটলি।
সালাহউদ্দিন বলেন, “ভিশন এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যের সমাহার থাকায় এরই মধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা বিয়ের মৌসুমকে কেন্দ্র করে ভিশন এম্পোরিয়াম থেকে ইলেকট্রনিক্স পণ্য কেনার আগ্রহ বাড়িয়ে দিতে এই অফার চালু করেছি।”
আরএফএল ইলেকট্রনিক্স (রেফ্রিজারেটর ও এসি) এর চিফ অপারেটিং অফিসার নূর আলম, ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং মেহেদী হাসান, অপারেশন ম্যানেজার তরিকুল ইসলাম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ বসুসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।