‘স্মার্ট গ্লুকোমিটার’ বাজারে এনেছে স্কয়ার

রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপের যন্ত্র বাজারে এনেছে দেশের ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 04:15 PM
Updated : 18 Jan 2022, 04:15 PM

সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার’ এর র্স্মাট গ্লুকোমিটার ‘কনটোর প্লাস ওয়ান’ যন্ত্রটি বাজারে পাওয়া যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘কনটোর প্লাস ওয়ানে’ ব্লুটুথ সংযোগ রয়েছে জানিয়ে বলা হয়, ‘কনটোর ডায়াবেটিস অ্যাপ’ ব্যবহার করে র্স্মাটফোনে তথ্য সমন্বয় ও সংরক্ষণ করা সম্ভব।

পাশাপাশি এতে র্স্মাটলাইট ফিচার রয়েছে যার মাধ্যমে মিটারটি আলোকসংকেত প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তের গ্লুকোজের হাইপো, হাইপার এবং স্বাভাবিক অবস্থা নির্দেশ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান আনুষ্ঠানিকভাবে পণ্যটির মোড়ক উন্মোচন করেন।

বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেন ‘এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার’ এর বিজনেস ম্যানেজার জয়ন্ত সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আতিকুজ্জামান।