দ্বিতীয় মেয়াদে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন

দ্বিতীয় মেয়াদে আগামী তিন বছরের জন্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মাসরুর আরেফিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 02:52 PM
Updated : 18 Jan 2022, 02:52 PM

মঙ্গলবার দেশের বেসরকারি খাতের এ ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি পরিচালনা পর্ষদ তার পুনর্নিয়োগে সম্মতি দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক তাতে অনুমোদন দিয়েছে।

এর আগে ২০১৯ সালের জানুয়ারি মাসে সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার পর থেকে ওই দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন বছরে তিনি ব্যাংকটিকে ভিন্নতর উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তার সময়ে ব্যাংকটির বাৎসরিক আয় ৩৫ শতাংশ বেড়ে ২,০০০ কোটি টাকা অতিক্রম করেছে।

এছাড়া সিটি ব্যাংকের পরিচালন মুনাফা ৬১ শতাংশ বেড়ে ১,০০০ কোটি টাকা মুনাফার সম্মানজনক ক্লাবে প্রবেশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একইসঙ্গে গত তিন বছরে ব্যাংকটির আয় ও ব্যয়ের অনুপাত ৫৯ শতাংশ থেকে ৫০.৫ শতাংশ নেমে আসে এবং বৈদেশিক বাণিজ্য বার্ষিক ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মাসরুর আরেফিনের নেতৃত্বে আর্থিক অন্তর্ভুক্তির এজেন্ডা মাথায় নিয়ে শহরভিত্তিক ব্যাংক থেকে সমগ্র দেশের জনমানুষের জন্য ডিজিটাল ব্যাংক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে সিটি ব্যাংক।

তিনি ব্যাংকে ডিজিটাল ন্যানো লোন এবং প্রথাগত ক্ষুদ্র ও মাইক্রো ফাইন্যান্সের সূচনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেন মাসরুর আরেফিন । ২৭ বছরের কর্মজীবনে তিনি এএনজেড ব্যাংক মেলবোর্ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, সিটি ব্যাংক এনএ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।