ঢাকা-আশুলিয়া উড়াল সড়কে প্রিমিয়ার সিমেন্ট ব্যবহার হবে

ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহার হবে প্রিমিয়ার সিমেন্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 02:53 PM
Updated : 16 Jan 2022, 02:53 PM

এ বিষয়ে প্রকল্প পরিচালনায় নিয়োজিত চীনা প্রতিষ্ঠান জিয়াংসু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানির (জেটিইজি) সঙ্গে প্রিমিয়ার সিমেন্টের একটি চুক্তি সই হয়েছে।

রোববার স্থানীয় একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় বলে প্রিমিয়ার সিমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)পর্যন্ত ২৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। 

অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্টের পক্ষে ডিরেক্টর সামির মোহাম্মদ হক, সিওও তারিক কামাল, সিএফও সেলিম রেজা, কোম্পানি সেক্রেটারি কাজী শফিক, সিনিয়র ম্যানেজার আহসান হাবীব উপস্থিত ছিলেন।