গ্রিন হাই-টেক শিল্পে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ অর্জন করল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 01:46 PM
Updated : 15 Jan 2022, 01:46 PM

পরিবেশবান্ধব গ্রিন হাই-টেক শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার পাওয়ার কথা শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি আধুনিক, রিসোর্স-ইফিশিয়েন্ট ও অর্ন্তভুক্তিমূলক, ন্যায্য এবং প্রতিযোগিতামূলক অর্থনীতি রূপান্তরে বিশেষ অবদান রাখায় ওয়ালটনকে ওই পুরস্কার দেয় গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শুটিং ফেডারেশনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলমগীর আলম সরকার ও ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. রবিউল আলম।