শান্তা আমানাহ শরিয়াহ ফান্ড দেবে ১০% নগদ লভ্যাংশ

শান্তা আমানাহ শরিয়াহ ফান্ড তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০২১ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 04:46 PM
Updated : 9 Jan 2022, 11:53 AM

বৃহস্পতিবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় কোম্পানির নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২১ সালের ৩১ ডিসেম্বর যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারাই এ লভ্যাংশ পাবেন।

ফান্ডটি ২০২১ সালে মোট ১৬ দশমিক ৪০ শতাংশ মুনাফা দেখিয়েছে। ইউনিট প্রতি আয় (ইপিইউ) দেখানো হয়েছে ১ টাকা ৩৩ পয়সা।

এ ফান্ডের ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “আমাদের বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সূক্ষ্ম গবেষণা এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে আমাদের মূল্যবান বিনিয়োগকারীদের জন্য সন্তোষজনক রিটার্ন অর্জনে আমরা কঠোরভাবে কাজ করছি।”