চূড়ান্ত পর্বে ছয়টি দলের মধ্যে গ্র্যান্ড ফিনালেতে সেরা হয়েছে এ দল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার আপ হয়েছে টিম ব্যান্ডিটস অব লেভিন এবং দ্বিতীয় রানার আপ হয়েছে টিম জিজি।
প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপদের জন্য পুরস্কার হিসেবে ছিল মোট দেড় লাখ টাকার প্রাইজ মানি।
এবার চতুর্থবারের মতো জাতীয় পর্যায়ের এ ব্র্যান্ডিং প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যান্ডিল।
প্রতিযোগিতার নাম ছিল ‘আলেশা অ্যাগ্রো প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২১ পাওয়ার্ড বাই আলেশা ফার্মেসি।’
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মুহাম্মাদ ইসমাইল হোসেন, ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হাসান, আলেশা হোল্ডিংসের মার্কেটিং অ্যান্ড কম্যুনিকেশনের নাহিদ জাহান, গ্রামীণফোনের ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ মার্কেটিংয়ের উপমহাব্যবস্থাপক মোঃ ইফতেখার আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া এ প্রতিযোগিতার তিনটি পর্বের মধ্যে প্রথম পর্ব থেকে দুই শতাধিক দলের লড়াই শেষে সেমিফাইনালে পৌঁছে ৩০টি দল। সেমিফাইনাল থেকে নির্বাচিত সেরা ৬টি দল লড়েছে ফাইনালের জন্য।
শিক্ষার্থীদের জ্ঞানের পরিধির বিস্তৃতি এবং পেশাদারি অভিজ্ঞতা একত্র করার চেষ্টা থেকে ব্র্যান্ড্রিল আয়োজন করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।