‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল আয়োজনে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 04:59 PM
Updated : 30 Dec 2021, 04:59 PM

বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের সমাপনী অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ এই পুরস্কার নেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২০ সালে বাংলাদেশের রাজধানী ঢাকাকে এক বছরের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করা হয়। এ উপলক্ষে ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

করোনাকালীন সঙ্কটকালে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতিতে এ আয়োজনে দেওয়া হয় ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’। দশটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয় এ অনুষ্ঠানে।

এর মধ্যে রিজিওনাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।