বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল ইউসিবি

করোনাভাইরাস মহামারীর প্রভাব ঠেকাতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়ন করায় বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 04:53 PM
Updated : 30 Dec 2021, 04:53 PM

বেসরকারি ব্যাংকটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীর হাতে এই প্রশংসাপত্র তুলে দিয়েছেন।

“ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রণোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেয়েছে।”

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জানায়, প্রণোদনা প্যাকেজের শতভাগ বাস্তবায়ন করে প্রথম পর্যায়ে ১ হাজার ২৫০ কোটি টাকা বিতরণ করেছে তারা।

অর্থনীতিতে কোভিড মহামারীর প্রভাব মোকাবেলায় সরকার কুটিরশিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহায়তায় লক্ষ কোটি টাকার বেশি অর্থের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল।