অষ্টমবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জিতল ওয়ালটন রেফ্রিজারেটর

ওয়ালটনের রেফ্রিজারেটর আবারও ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জিতেছে। এ নিয়ে আটবার ব্র্যান্ড ফোরামের সেরা রেফ্রিজারেটরের পুরস্কার জিতল প্রতিষ্ঠানটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 04:49 PM
Updated : 30 Dec 2021, 04:49 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, বুধবার ঢাকার একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই পুরস্কার প্রদানের আয়োজন করে।

ওয়ালটন কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার দুটি তুলে দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধূরী এবং ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন।

অনুষ্ঠানে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মো. ফিরোজ আলম, ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, নির্বাহী পরিচালক মো. রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন।

ওয়ালটনের সিএমও ফিরোজ আলম বলেন, “এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশল। সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে।”

আনিসুর রহমান মল্লিক বলেন, ওয়ালটন ফ্রিজে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার, এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট, আইওটি বেজড স্মার্ট ফিচারসহ বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে, রেফ্রিজারেটরে উৎপাদন ও রপ্তানিতে বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি এফিশিয়েন্সি রেটিং, আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট অর্জন করেছে ওয়ালটন।

দেশের গণ্ডি পেরিয়ে ওয়ালটন ফ্রিজ এখন রপ্তানি হচ্ছেও বলে জানান তিনি।