ঢাকা-আশুলিয়া উড়াল সড়কে ব্যবহার হবে ক্রাউন সিমেন্ট

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সিমেন্ট সরবরাহ করবে ক্রাউন সিমেন্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 01:40 PM
Updated : 29 Dec 2021, 01:40 PM

এ বিষয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা ফিফথ মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ক্রাউন সিমেন্ট।

বুধবার ঢাকার একটি হোটেলে এ চুক্তি হয়েছে বলে ক্রাউন সিমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির আওতায় ক্রাউন সিমেন্ট ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ‘ক্রাউন’ ব্র্যান্ড সিমেন্ট সরবরাহ করবে বলে এতে জানানো হয়।

চুক্তিতে ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তালুকদার ও মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রজেক্ট চিফ ইঞ্জিনিয়ার উই হাইজিয়াং সই করেন।

এসময় চীনা কোম্পানির ম্যাটেরিয়াল ম্যানেজার ইউ জিনযি ও ল্যাবরেটরি ডিরেক্টর ইয়াং চাও, ক্রাউন সিমেন্টের টেকনিকাল এডভাইজার প্রকৌশলী মো. হুমায়ুন কবির চৌধুরী, মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. সোলায়মান মোড়ল, মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) নোমান আশরাফি রহমান, মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মশিউর রহমান রাসেল, উপ মহাব্যবস্থাপক (এলআইপি) প্রকৌশলী আদিব উজ জামান খান এবং সিনিয়র এক্সিকিইটিভ মো. সাজ্জাদ উল হাসান উপস্থিত ছিলেন।