সোয়েটারে ১৬% অবচয় সুবিধা চায় বিজিএমইএ

সোয়েটার উৎপাদনে কয়েক দিন আগে নির্ধারণ করা অবচয় হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে আগের মতো ১৬ শতাংশ করার দাবি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 06:15 PM
Updated : 28 Dec 2021, 06:15 PM

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দপ্তরে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান।

গত ১৯ ডিসেম্বর অবচয় হার পুর্ননির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৯৯৮ সালের পর নতুন এ অবচয় হার নির্ধারণ করা হয়।

গড় অবচয় হার ১৬ শতাংশের পুরোনো নিয়ম বাতিল করে নিট পণ্য, স্পেশাল আইটেম ও সোয়েটার-মোজার তিনটি পৃথক হার নির্ধারণ করা হয়।

এতে স্পেশাল আইটেম সর্বোচ্চ ৩০ শতাংশ অবচয় সুবিধা পায়। আর নিটপণ্য ২৭ শতাংশ ও সোয়েটার-মোজার জন্য ৪ শতাংশ অবচয় সুবিধা নির্ধারণ করা হয়।

অবচয় হার নিয়ে ১৯৯৮ সালের আগের আদেশে সোয়েটার মোজার জন্য আলাদা কোনো নিয়ম ছিল না। এতে অন্যান্য পণ্যের মতো এটিও ১৬ শতাংশ অবচয় সুবিধা পেত।

বিজিএমইএর চিঠিতে বলা হয়, সোয়েটারের অবচয় হার নির্ধারণের জন্য গঠিত কমিটি কোনো কারখানা পরিদর্শন বা যথাযথ বিশ্লেষণ করেনি। তাই এই হার আগের মতোই ১৬ শতাংশ বহাল থাকা উচিত।

প্রতিবছর ৪ থেকে ৫ বিলিয়ন ডলার সোয়েটার রপ্তানি করা হচ্ছে। অবচয়ের নতুন নিয়ম চালু হলে এই খাতের শিল্পগুলো রুগ্ন হয়ে পড়বে বলে দাবি তৈরি পোশাক খাতের সংগঠনটি।