ইতালড্রাঘের ড্রেজার বানাবে হাইস্পিড শিপবিল্ডিং ও বাংলা ট্র্যাক

ইতালির কোম্পানি ইতালড্রাঘের ড্রেজার তৈরি করতে চুক্তি করেছে বাংলাদেশের হাইস্পিড শিপবিল্ডিং ও বাংলা ট্র্যাক রেন্টাল সার্ভিস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 04:23 PM
Updated : 7 Dec 2021, 04:23 PM

বাংলা ট্র্যাক ও হাই স্পিড শিপবিল্ডিং যৌথভাবে হাইস্পিড ইতালড্রাঘের কাটার সাকশন ড্রেজার তৈরি করে বাংলাদেশে বাজারজাত করবে বলে এক বাংলা ট্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতালড্রাঘ ড্রেজার, ড্রেজিং সল্যুশন ও মেরিন ইক্যুপমেন্ট তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত।

সম্প্রতি ইতালড্রাঘের হয়ে কাজ করতে দেশি এ দুই কোম্পানি চুক্তি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

হাইস্পিড শিপবিল্ডিং জাহাজ মেরামত ও নতুন জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত।

আর বাংলা ট্র্যাক রেন্টাল সার্ভিস বিদ্যুৎ উৎপাদন, নির্মাণ খাত এবং নৌ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে।