মুদ্রাপাচার ঠেকাতে মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 02:03 PM
Updated : 6 Dec 2021, 02:03 PM

এক দিনের এ কর্মশালায় বাণিজ্য ও ঋণভিত্তিক মুদ্রা পাচারে ব্যাংকগুলোর সজাগ থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলার সব বাণিজ্যিক ব্যাংক কর্মকর্তারা স্থানীয় একটি হোটেলে গত ২৭ নভেম্বর এ কর্মশালায় অংশ নেন । প্রশিক্ষণের বাস্তবায়নে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক- ইউসিবি।

কর্মশালায় বক্তারা মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউ এর মহাব্যবস্থাপক এ, বি, এম, জহুরুল হুদা এবং ইউসিবি এর উপ ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ ফরিদুল ইসলাম।

রিসোর্স পার্সন ছিলেন বিএফআইইউ এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মহসিন হোছাইনী ও যুগ্মপরিচালক মো. রোকন-উজ-জামান।