সিকেএইচ নেটওয়ার্কের ভার্চুয়াল চাকরি মেলা বুধবার থেকে

তরুণদের বেকারত্ব দূর করার লক্ষ্যে সিকেএইচ নেটওয়ার্কের আয়োজনে বুধবার থেকে ‘নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিট- ২০২১’ শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 05:53 PM
Updated : 30 Nov 2021, 05:53 PM

আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে চাকরির এ মেলা, যেখানে তরুণদের ভবিষৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে পূর্নাঙ্গ দিক-নির্দেশনা দেবেন অভিজ্ঞরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জনেরও বেশি ক্যারিয়ার এক্সপার্ট, বিভিন্ন কোম্পানির সিইও, এমডি, এইচআর হেড ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তরুণদের পরামর্শ দেবেন।

এতে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হবে।

তরুণদের ভবিষৎ অনিশ্চিয়তা দূর করার পাশাপাশি তরুনদের দক্ষতা ও আত্মবিশ্বাসী  করে গড়ে তোলা এবং সঠিক দিক-নিদের্শনার মাধ্যমে বিভিন্ন নামি-দামি কোম্পানিতে চাকরির সুযোগ তৈরি করার লক্ষ্যে এ সামিট আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া আগামী ৯ ডিসেম্বর সিকেএইচ নেটওয়ার্ক ও সেনেই উইজডমের আয়োজনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জব ফেয়ার।

এতে দেশের নামি-দামি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি ও করপোরেট খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেয়ে যাবেন।

সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,সদ্য স্নাতক, চাকরী সন্ধানী এবং সিকেএইচ নেটওয়ার্ক নেক্সট জেন লিডার কমিউনিটির সদস্যরা এই সামিটে অংশ নিতে পারবেন।

বিস্তারিত জানতে ও সামিটে অংশ নিতে

https://summit.ckhnetwork.com লিংকে ক্লিক করে নিবন্ধন করতে হবে।