লঞ্চভাড়া বাড়িয়ে দ্বিগুণ করতে চান মালিকরা

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার দাবি তুলেছে লঞ্চ মালিক সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2021, 04:20 PM
Updated : 5 Nov 2021, 04:25 PM

শুক্রবার পল্টনে এক বৈঠকে গৃহিত এ প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে সমিতির পরিচালক মামুন অর রশীদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লঞ্চের ভাড়া দ্বিগুণ চেয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বিআইডব্লিউটিএর সঙ্গে এ নিয়ে আলোচনা হবে।

“স্টাফদের বেতন বাড়ানোর হয়েছে, এখন লিটারে বাড়ানো হলো ১৫ টাকা। সুতরাং ভাড়া না বাড়লে আর চলবে না।”

বর্তমান ভাড়ার উপর ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার জায়গায় ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সার জায়গায় ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে মামুন জানান।

৩ নভেম্বর সরকার ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়, যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়।

মামুন বলেন, যেহেতু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেহেতু ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে ভাড়া বাড়াতে হবে।