টানা পঞ্চম মাসে দাম বাড়ল এলপিজির
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2021 05:12 PM BdST Updated: 04 Nov 2021 05:39 PM BdST
-
ঢাকার মিরপুরে তুরাগ নদের দিয়াবাড়ি ঘাটে রাখা এলপি গ্যাসের খালি সিলিন্ডার। ব্যবহৃত এসব সিলিন্ডার আনা হয়েছে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে। ছবি: আসিফ মাহমুদ অভি
রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম টানা পঞ্চম মাসেও বাড়ানো হল; এই দফায় কেজিতে দাম বাড়ল ৪ দশমিক ২৯ শতাংশ।
সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পরদিন বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি এলপিজির দাম পুনর্নির্ধারণের কথা জানায়।
তাতে নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম সাড়ে চার টাকা বাড়িয়ে মূসকসহ ১০৯ টাকা ৪২ পয়সা করা হয়। অক্টোবরে এই দাম ছিল ১০৪ টাকা ৯২ পয়সা।
সে অনুযায়ী বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম দাঁড়াচ্ছে মূসকসহ ১৩১৩ টাকা যা অক্টোবর মাসে ছিল ১২৫৯ টাকা এবং সেপ্টেম্বর মাসে ১০৩৩ টাকা।
তার আগে অগাস্ট মাসে ৯৮৬ টাকা, জুলাই মাসে ৮৯১ টাকা এবং জুন মাসে ৮৪২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের দাম।
বিইআরসি বলছে, নতুন হারে নভেম্বর মাসে সাড়ে ৫ কেজি, ১২ কেজি সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারে দাম নির্ধারিত হবে।
নভেম্বর মাসে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম ধরা হয়েছে প্রতিকেজি মূসকসহ ১০৬ টাকা ১৯ পয়সা।
যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাস বা এলপিজির দাম ধরা হয়েছে মূসকসহ প্রতিলিটার ৬১ টাকা ১৮ পয়সা। তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
ঘোষণায় বলা হয়, নভেম্বর মাসে সৌদি আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে ৮৭০ ডলার ও ৮৩০ ডলার করা হয়েছে। সেই হিসাবে প্রোপেন ও বিউটেনের মিশ্রনের দাম ধরা হয়েছে ৮৪৪ ডলার।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী