বিকাশ অ্যাপে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘ইজি লাইফ’ পলিসি

বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘ইজি লাইফ’ পলিসির সব সেবা এখন মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা বিকাশ অ্যাপ থেকেই পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 12:48 PM
Updated : 23 Oct 2021, 12:48 PM

সম্প্রতি গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে সেবাটি যৌথভাবে উদ্বোধন করেন কোম্পানির ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম ও বিকাশের চিফ কমর্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলিসি নেওয়া, প্রিমিয়াম পরিশোধ, বীমা দাবি এবং দাবির অর্থ গ্রহণসহ সব সেবা বিকাশ অ্যাপ থেকেই নিতে পারছেন গ্রাহক।

বিকাশ অ্যাপ থেকে বছরে ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার ৪৯৯ টাকার বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করে এক লাখ টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত ‘লাইফ কাভারেজ’ এবং সাথে ৫০ হাজার টাকা পর্যন্ত কোভিড ও অন্যান্য চিকিৎসার জন্য স্বাস্থ্যবীমা কাভারেজ নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকের জন্য।

প্রিমিয়ামের হার, কভারেজের ধরন এবং অন্যান্য সব তথ্য বিকাশ অ্যাপে ক্লিক করেই জেনে নেওয়ার সুযোগ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশ অ্যাপ ব্যবহার করে গার্ডিয়ান লাইফের ‘ইজি লাইফ পলিসি’ কিনতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের ‘আরও’  অপশন থেকে ‘ইন্স্যুরেন্স’ নির্বাচন করে ‘গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ এ ট্যাপ করতে হবে।

এরপর পছন্দের পলিসি নির্বাচন করে ‘বিস্তারিত’ বাটনে ট্যাপ করে ‘কিনুন (বাই নাউ)’ বাটন ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আরও কয়েকটি ধাপ অনুসরণ করে মাত্র কয়েক মিনিটেই বীমা পলিসি কেনা যাচ্ছে।

পলিসি ক্লেইম বা বীমা দাবির ক্ষেত্রে বিকাশ অ্যাপের মাধ্যমে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দাবি জমা হওয়ার ১০ দিনের মধ্যেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তা যাচাই করে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে দাবির অর্থ পরিশোধ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।