গাজীপুরে লাবিব ডাইংয়ের নতুন শিল্প কমপ্লেক্স

ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে গাজীপুরের ফ্যাক্টরিতে নতুন শিল্প কমপ্লেক্স চালু করেছে লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান লাবিব ডাইং।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2021, 01:09 PM
Updated : 14 Oct 2021, 01:09 PM

বৃহস্পতিবার নতুন উৎপাদন শাখাটি উদ্বোধন করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সাহেবের মা সালমা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল (অব.) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শাখাটি আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ ফ্যাক্টরি কমপ্লেক্স যার সম্প্রসারণ কাজ শেষ হলে লাবিব ডাইংয়ের দৈনিক গড় উৎপাদন ৮০ হাজার এলবিএস থেকে বেড়ে দাঁড়াবে একলাখ ৩০ হাজার এলবিএসে পৌঁছাবে। একই সঙ্গে বার্ষিক টার্নওভার ৫৫ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়াবে ৮৫ মিলিয়ন ডলারে।