সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড: ডাবর বাংলাদেশ ও টিম বিডিসি’র উদ্যোগ

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে ৪৮ ঘন্টায় এক হাজার ৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড গড়তে যৌথভাবে উদ্যোগ নিয়েছে ডাবর বাংলাদেশ ও টিম বাংলাদেশ সাইক্লিস্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 03:10 PM
Updated : 28 Sept 2021, 03:15 PM

ডাবর বাংলাদেশ ও টিম বাংলাদেশ সাইক্লিস্ট (টিম বিডিসি) সম্প্রতি এ ইভেন্ট আয়োজনে সমঝোতায় সই করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডাবর বাংলাদেশ।

আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর টিম বিডিসি সাইকেল চালিয়ে এই বিশ্ব রেকর্ড গড়তে চায়।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে টিম বিডিসি একসঙ্গে ১ হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে সর্বোচ্চ সাইকেল চালানোর রেকর্ড তোলে গিনেজ বুকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ডাবর হানি প্রেজেন্টস # ১৬০০ কি.মি বাই টিম বিডিসি পাওয়ার্ড বাই ডাবর গ্লুকোজ ডি’।

এ বিষয়ে ডাবর এর কান্ট্রি ম্যানেজার বলেন, “ডাবর বাংলাদেশ ইতিহাসের এমন সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত হবে।টিম বিডিসিকে এমন একটি প্রচেষ্টা নেওয়ার জন্য ধন্যবাদ।“