যমুনার বিদ্যুৎ সাশ্রয়ী নতুন ওয়াশিং মেশিন

যমুনা ইলেকট্রনিক্সের সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী একটি ওয়াশিং মেশিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 04:23 PM
Updated : 16 Sept 2021, 04:23 PM

সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন এ মডেলের ওয়াশিং মেশিনের মোড়ক উম্মোচন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যমুনা গ্রুপ।

এতে বলা হয়, যমুনা ইলেকট্রনিক্সের নিজস্ব বিক্রয় কেন্দ্র, পরিবেশক ও অনলাইনে এই ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে। কোনো সুদ ছাড়াই ১২ মাসের কিস্তি সুবিধায় এটি কেনা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মডেলের এই ওয়াশিং মেশিনটি পাওয়ারফুল কুলিং, রাশ প্রুফ বডি, ফেব্রিক কেয়ার, চাইল্ড লক সিস্টেমে তৈরি। এছাড়া এতে এয়ার ড্ৰাইং সিস্টেম, হাই টেম্পার্ড গ্লাস কভার ও মাল্টি প্রোগ্রাম রয়েছে।

‘স্টেট অফ দ্য আর্ট’ প্রযুক্তির এই ওয়াশিং মেশিনে প্রতিদিনের কাপড় ধোয়ার খরচ ৪ টাকারও কম হবে বলে দাবি করেছে যমুনা গ্রুপ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের সেলস ডিপার্টমেন্টের পরিচালক আবু তারেক জিয়া চৌধুরী, হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিমসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।