স্কুল জীবাণুমুক্ত রাখতে স্যাভলনের প্রচারাভিযান

মহামারীতে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার শুরুতে সারাদেশে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন স্কুলে সুরক্ষা সামগ্রী বিতরণ এবং স্কুলগুলোকে সুরক্ষিত ও জীবাণুমুক্ত রাখতে প্রচারভিযান চালিয়েছে এন্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 05:02 PM
Updated : 16 Sept 2021, 06:19 PM

মহামারীতে ঘরবন্দি ৫৪৩ দিন পার করে রোববার থেকে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা।

শিশুদের স্কুলে ফেরার আগে থেকেই স্যাভলনের এই প্রচারভিযান শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্যাভলনের এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ সময় পরে শিক্ষার্থীরা আবারও স্কুলে ফিরেছে। কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে মহামারী নিয়ে ভয় এবং সংশয় এখনও কাটেনি। আর এই ভয় দূর করতে স্কুল খোলার প্রারম্ভে স্কুলগুলোকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নেয় স্যাভলন।

এই উদ্যোগে স্কুলগুলোর বেঞ্চ, চেয়ার-টেবিল, মেঝেসহ ক্লাসরুম জীবাণুমুক্ত করা, প্রবেশ পথে স্যানিটাইজার ও হ্যান্ডরাব রাখাসহ ওয়াশরুমগুলোতে সাবান ও হ্যান্ডওয়াশের রাখার ব্যবস্থা করা হয়েছে বলে স্যাভলন জানায়।