লবণ ও ভোজ্যতেলের মান নিয়ে ভোক্তা অধিকারে কর্মশালা

লবণ ও ভোজ্যতেলের মান যাচাই বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 06:10 PM
Updated : 26 August 2021, 06:10 PM

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রিশন- জিএআইএন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।

অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, জিএআইএনের কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার উপস্থিত ছিলেন।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক জিএআইএন বাংলাদেশে পুষ্টিমান উন্নয়নে ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে।

সংস্থাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট- বিএসটিআই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে।