মহামারী মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যোগ দিল ৯ ব্যাংক

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সচেতনতা তৈরি, সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে জরুরি সহায়তা দিতে ব্র্যাকের উদ্যোগে পাশে দাঁড়িয়েছে দেশের নয়টি বেসরকারি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 04:12 PM
Updated : 4 August 2021, 04:12 PM

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বাবদ মোট ১৫ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৭২৮ টাকা অনুদান দেবে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘করপোরেট সোশাল রেসপন্সিবিলিটি’ (সিএসআর) কার্যক্রমের আওতায় ব্যাংকগুলো ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ এবং ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ এই দুটি কার্যক্রমে যোগ দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্র্যাক জানিয়েছে, এই নয়টি ব্যাংক থেকে প্রতিশ্রুত টাকা থেকে ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগের অধীনে ব্যয় হবে ১৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা, যা দিয়ে ৭২ হাজার ১৬০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

বাকি অর্থ দিয়ে ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ প্রকল্পের অধীনে ১৮ লাখ মানুষকে মাস্ক এবং ভাইরাস প্রতিরোধসামগ্রী বিনামূল্যে বিতরণের পাশাপাশি এই রোগের লক্ষণযুক্ত ১০ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।   

ব্যাংকগুলোর এই অনুদান উচ্চ ঝুঁকিপূর্ণ ২০ জেলা, বিশেষত রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলোতে ব্যয় করা হবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “এই নয়টি ব্যাংকের কাছ থেকে পাওয়া সময়োপযোগী সহযোগিতাকে আমরা স্বাগত জানাই। সমন্বিত এই অনুদান ব্র্যাকের করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া উদ্যোগ- করোনা প্রতিরোধে সামাজিক দূর্গ এবং ডাকছে আবার দেশ- এ কাজে লাগানো হবে।”

‘ডাকছে আবার দেশ’ উদ্যোগটির মাধ্যমে প্রথম দফায় সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ১৯টি জেলায় ৫০ হাজার পরিবারে জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে ব্র্যাক।

সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক সহায়তার এই তহবিল গঠন করা হয়েছে ব্র্যাকের কর্মীদের একদিনের বেতন অনুদান এবং এর সঙ্গে ব্র্যাকের সমপরিমাণ অর্থ অনুদান মিলিয়ে।