ডিআরইউকে সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য সুরক্ষাসামগ্রী দিয়েছে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 02:40 PM
Updated : 4 August 2021, 02:40 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্প গ্রুপটি জানায়, বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ কার্যালয়ে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।

ডিআরইউর পক্ষে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন সংগঠনটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (পিআর) তৌহিদুজ্জামান, ডিআরইউ যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামরুজ্জামান কামাল বলেন, “এই করোনাকালে ডিআরইউর সম্মুখযোদ্ধা সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন  এবং ক্রান্তিকালে সব ধরনের তথ্য নিরলসভাবে সরবরাহ করে যাচ্ছেন।

তিনি বলেন, গত বছরের মার্চে করোনা শুরুর পর থেকেই প্রাণ-আরএফএল দেশের দরিদ্র জনগোষ্ঠী ও সম্মুখযোদ্ধাদের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।