তীব্র গ্যাস সঙ্কটে চার জেলার বড় এলাকা

বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার উত্তর অংশ, আশুলিয়া ও সাভার, গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদীর অনেক এলাকায় তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 08:49 AM
Updated : 2 August 2021, 08:49 AM

আগামী কয়েকদিন এসব এলাকার গ্রাহকদের বড় একটি অংশকে গ্যাসের সমস্যায় ভুগতে হবে বলে জানিয়েছে তিতাস।

সোমবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা ও জালালাবাদ গ্যাসক্ষেত্র রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে।

ফলে তিতাস অধিভুক্ত ধনুয়া, জয়দেবপুর, সাভার, আশুলিয়া, কোনাবাড়ি, টাঙ্গাইল, এলেঙ্গা, নরসিংদী এবং ঢাকা শহরের উত্তরাংশে গ্যাসের চাপ একেবারেই কমে গেছে।

বাসাবাড়ির সংযোগ ছাড়াও এসব এলাকায় থাকা বিপুল সংখ্যক কল কারখানাকে গ্যাসের সঙ্কটে ভুগতে হবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে।

তিতাসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখন এ সমস্যার সমাধান হবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যারা সেখানে কাজ করছেন তারাও স্পষ্ট কিছু জানাতে পারেননি। তবে আগামী দু-একদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করি।”