১০০ টাকা লিটারে সয়াবিন তেল দেবে টিসিবি

দেশব্যাপী আবার সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 03:29 PM
Updated : 25 July 2021, 03:29 PM

সোমবার থেকে সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ অগাস্ট পর্যন্ত মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।

রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এই খবর জানানো হয়।

এতে বলা হয়, “সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে।“

খুচরা বাজারে এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি প্রতি লিটার দেড়শ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। টিসিবির নির্ধারিত দরের চেয়ে মশুর ডাল ও চিনির কেজিপ্রতি বাজার দরও অনেক বেশি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ অগাস্ট মাস এবং চলমান কঠোর লকডাউন পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিপণনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।

এর আগে কোরবানি ঈদ ও লকডাউন সামনে রেখে ৪ জুলাই থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

তখন ঈদের ছুটির আগে পর্যন্ত পণ্য বিক্রি করা হয়। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকগুলোতে পণ্য কিনতে ব্যাপক ভিড় দেখা যায়।

বাজারদরের চেয়ে স্বল্পমূল্যে তেল, ডাল ও চিনি পেতে শত শত মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এতে অনেক স্থানে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির এই সময়ে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা প্রতিবার সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।