গেটওয়েলের মাস্ক বিতরণ

প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড ঢাকার বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছে। করেছে সচেতনতামূলক সভাও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 01:03 PM
Updated : 25 July 2021, 01:03 PM

গেটওয়েল বিভিন্ন ধরনের মেডিকেল সরঞ্জাম উৎপাদন ও বিপণন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গেটওয়েল জানায়, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সহায়তায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও গুলশানে সাধারণ মানুষের মধ্যে গেটওয়েল ব্র্যান্ডের মাস্ক বিতরণ করা হয়।

মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার আশফাক আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে দূরে রাখতে এবং সচেতনতার প্রসার ঘটাতে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গেটওয়েলের ব্র্যান্ড ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, শুরু থেকেই গেটওয়েল বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। এটি তারই একটি ধারাবাহিকতার অংশ। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান ও ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান সাকিব মাহমুদসহ গুলশান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।