ব্যাংক খোলা সাড়ে ৩ ঘণ্টা, পুঁজিবাজারে লেনদেন ১০-১টা

আগের ঘোষণা অনুযায়ী কঠোর লকডাউনের মধ্যে রোববার খুলছে ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 04:08 PM
Updated : 24 July 2021, 04:08 PM

করোনাভাইরাস মহামারীর প্রকোপ ঠেকাতে শুক্রবার থেকে শুরু আরও কড়াকড়ির লকডাউনের মধ্যে রোববার সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন হবে।

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হবে ১০ টা থেকে ২টা পর্যন্ত।

আর ব্যাংকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে এদিন থেকে পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

লকডাউনে ২৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে লেনদেনের এই সময়সূচী বাংলাদেশ ব্যাংকের পৃথক প্রজ্ঞাপন ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সরকারি নির্দেশনা মেনে জানিয়েছিল।

জুলাইয়ে শুরু হওয়া কঠোর লকডাউনে ব্যাংক চারদিন খোলা থাকলেও এবার সরকারি ছুটির দিনগুলো ছাড়া বাকি সবদিনই লেনদেন হবে।

সরকারের পক্ষ থেকে আরও কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলার এবারের লকডাউনে শিল্প কারখানাসহ সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় আগের মতই নিষেধাজ্ঞা থাকছে।