ডিএনসিসি কোভিড হাসপাতালে বিজিএমইএর নেইজল ক্যানুলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোভিড হাসপাতালে ১৫টি হাই ফ্লো নেসাল ক্যানোলা, মাস্ক ও অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রি দিয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 03:55 PM
Updated : 20 July 2021, 03:55 PM

মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের কাছে সামগ্রিগুলো হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হাসপাতলে বিতরণের জন্য ৫০ হাজার পিস মাস্ক দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ১৫টি নেসাল ক্যানোলা।

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ বিভিন্ন ক্রান্তিলগ্নে জাতির পাশে দাঁড়িয়েছে। এর আগেও করোনা মোকাবেলায় বিজিএমইএ স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল এবং বিতরণের জন্য ডিএনসিসিকে মাস্ক হস্তান্তর করেছে।