মোবাইল ফোনে আর্থিক সেবায় করপোরেট কর বাড়ছে না

নতুন অর্থবছরের বাজেটে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) ওপর বাড়তি যে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল, তা বাদ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 11:21 AM
Updated : 29 June 2021, 11:21 AM

অর্থাৎ, এমএফএস কোম্পানিগুলো আগের মতই সাড়ে ৩২ শতাংশ হারে কর্পোরেট কর দেবে।

মঙ্গলবার জাতীয় সংসদে এই সংশোধনী এনে ২০২১-২২ অর্থবছরের অর্থবিল কণ্ঠভোটে পাস হয়।

তার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যদের দেওয়া সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

গত ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবিত বাজেটে এমএফএস কোম্পানিগুলোর ওপর বাড়তি কর আরোপের কথা বলা হয়।

তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ এবং তালিকাভুক্ত না হলে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার কথা বলা হয় প্রস্তাবে।

মঙ্গলবা সংসদে অর্থবিল পাসের আগে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ মো. আব্দুস শহীদ এমএফএস সেবায় অতিরিক্ত ওই কর আরোপের বিষয়টি সংশোধনের প্রস্তাব তোলেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।  

২০১২ সালে বিকাশ সেবা চালু করার পর দেশে এখন নগদ, রকেট, ইউক্যাশ, এমক্যাশ, শিওরক্যাশ এবং উপায়সহ ১৬টির মত কোম্পানি এমএফএস সেবা দিচ্ছে।