সাকিবের সংগ্রহে ইয়ামাহার এক্সএসআর

ইয়ামাহা মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ক্রিকেটার সাকিব আল হাসানের সংগ্রহে এসেছে ১৫৫ সিসির ইয়ামাহার এক্সএসআর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 12:23 PM
Updated : 17 June 2021, 12:23 PM

সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে তার হাতে বাইকটি তুলে দেওয়া হয় বলে জানায় এসিআই মটরস।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটার সাকিব খেলার পাশাপাশি সময় পেলেই পছন্দের বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তার সংগ্রহে রয়েছে ইয়ামাহার বেশকিছু মডেলের বাইক।

“সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫৫ সিসির নিও রেট্রো ডিজাইেনর ইয়ামাহার এক্সএসআর বাইকটি সাকিবের হাতে তুলে দেওয়া হয়। এই বাইকটি ইয়ামাহার রেসিং হেরিটেজের কথা মনে করিয়ে দেয়। বাইকটি অন রোড এবং অফ রোড দুই কন্ডিশনেই অসাধারণ পারফরমেন্স দেয়।“

অনুষ্ঠানে এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস উপস্থিত ছিলেন।

এসিআই লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরসের যাত্রা শুরু। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৮টি ডিলার পয়েন্ট ও ২টি ফ্লাগশিপ শো-রুম রয়েছে।