বিএসএমএমইউকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল নগদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 11:57 AM
Updated : 17 June 2021, 11:57 AM

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএসএমএমইউর স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে ৬০০ পিপিই, এক হাজার স্যানিটাইজার ও চার হাজার কেএন নাইনটিফাইভ মাস্ক উপহার দিয়েছে নগদ।

বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে নগদ এর নির্বাহী পরিচালক সাফায়েত আলম উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এসময় উপাচার্য বলেন, করোনাভাইরাসের এই সংকটময় সময়ে নগদ এর উপহার অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। চিকিৎসক ও নার্সদের সুরক্ষিত থাকতে এগুলো সহায়তা করবে।

নগদ এর নির্বাহী পরিচালক বলেন, মহামারীকাল বিএসএমএমইউ এর মত এমন একটি মহতী প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে নগদ এর প্রতিটি সদস্য অত্যন্ত গর্বিত।