বিকাশের অ্যাড মানি ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধ থেকে স্বাস্থ্যখাতে অনুদান

গ্রাহকের ৫ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি বা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ থেকে ১০ টাকা স্বাস্থ্যখাতে দেবে বিকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 03:38 AM
Updated : 17 June 2021, 03:38 AM

করোনাভাইরাস পরিস্থিতিতে এ অনুদান গ্রাহকদের জন্য জরুরি চিকিৎসা সেবায় অবদান রাখার সুযোগ করে দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোন গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে ৫ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলে ১০ টাকা এবং সমপরিমাণ ভিসা বা অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলেও ১০ টাকা অনুদান হিসেবে দেশের স্বাস্থ্যখাতে পৌঁছে দেবে বিকাশ।

অ্যাড মানি এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মাধ্যমে অনুদানের এই সুযোগ থাকবে ৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ক্যাম্পেইনে অংশ নিয়ে সর্বোচ্চ ১০ টাকা করে মোট ২০ টাকা অনুদান করার সুযোগ পাবেন গ্রাহকরা।

অ্যাড মানি ক্যাম্পেইনের বিস্তারিত https://www.bkash.com/bn/add_money_10tk_donation ওয়েবসাইটে জানা যাবে। আর ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/credit_card_10tk_donation ওয়েবসাইটে।