আইডিএলসির সিইও হলেন জামাল উদ্দিন

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম জামাল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 12:56 PM
Updated : 15 June 2021, 03:49 PM

এতদিন তিনি একই পদে ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালিয়ে আসছিলেন।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পরিষদের ৩০১তম সভায় এম জামাল উদ্দিনকে সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ বলেন, “এম জামাল উদ্দিনের এমডি এবং সিইও হিসেবে নিযুক্তি আইডিএলসির ৩৫ বছরের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।

“এই নিয়োগ প্রমাণ করে, আইডিএলসি সুসাশন ও মানব সম্পদ উন্নয়নে বিশ্বাস করে এবং কোম্পানির ব্যবসা প্রসারণে এর প্রয়োজনীয়তাকে লালন করে। আশা করছি তিনি তার যোগ্যতা ও বিচক্ষণতার মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবেন।”

এম জামাল উদ্দিন ২৭ বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতে কর্মরত। তিনি ১৯৯৪ সালে আইডিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন।

তিনি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ বিজনেস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া আইডিএলসির হেড অফ কর্পোরেট এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী আর্থিক তহবিল গঠন করেছেন।

এম জামাল উদ্দিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক এবং স্নাতোকত্তর ডিগ্রি ডিগ্রি অর্জন করেছেন।