ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাপ এখন গুগল প্লে স্টোরে

ইউএস-বাংলা এয়ারলাইন্স অ্যাপ এনেছে, অ্যানরয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরেই তা পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2021, 11:05 AM
Updated : 5 June 2021, 11:05 AM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বেসরকারি এয়ারলাইন্সটি এই তথ্য জানিয়েছে।

এখন অ্যাপ থেকে সহজেই ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ইউএস-বাংলার টিকেট কেনা যাবে।

“অ্যাপের সুবিধাগুলোর মধ্যে টিকেট মূল্য, সময়সূচি, হলিডে প্যাকেজ, ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের স্কাইস্টার প্রোগ্রামের আওতাধীন বিভিন্ন ডিসকাউন্ট সুবিধাগুলো খুব সহজেই জেনে নিতে পারবেন।”

এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ প্রদানের মাধ্যমেও অ্যাপ থেকে ইউএস-বাংলার টিকেট, হলিডে প্যাকেজ সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা প্রয়োজন অনুযায়ী মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্লাইট চেক-ইন, পছন্দ অনুযায়ী আসন সংগ্রহ, পছন্দ অনুযায়ী ইউএস-বাংলার সব ফ্লাইটের আগমন কিংবা বহির্গমনের তথ্য পাবেন।

স্কাইস্টার গ্রাহকদের টিকেট সুবিধা ছাড়াও লাইফস্টাইল এর বিভিন্ন সুবিধা যেমন ডাইনিং, শপিং, ভ্রমণ, বিনোদনসহ আরেও অনেক সুবিধাও অ্যাপ ব্যবহারের মাধ্যমে পাওয়া যাবে বলে ইউএস-বাংলা জানিয়েছে।

“মোবাইল অ্যাপের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাথে সব ধরনের যোগাযোগ স্থাপন করতে পারবেন। সাথে দেশের বাহিরে ভ্রমণে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সকল ধরনের প্রয়োজনীয় তথ্য জানার সুযোগও থাকছে নতুন সংযোজিত ইউএস-বাংলার অ্যাপে।”