কক্সবাজারে বৃহস্পতিবার থেকে বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী বৃহস্পতিবার থেকে ঢাকা- কক্সবাজার- ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 12:49 PM
Updated : 2 June 2021, 05:09 PM

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সকে কক্সবাজারে শর্তসাপেক্ষে ফ্লাইট চালাতে সোমবার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ১ জুন থেকে তারা ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচকের ফ্লাইট চালানোর অনুমোদনের পর রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত নেয়।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইটের বিস্তারিত তথ্য এবং টিকেট সংগ্রহের জন্য এয়ারলাইন্সটির যে কোনো সেলস অফিস, ওয়েবসাইট (www.biman-airlines.com), কল সেন্টার (০১৯৯০ ৯৯৭ ৯৯৭) বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ছিল। পরে কয়েকটি দেশে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়।

এরপর ২১ এপ্রিল থেকে দেশের সবচেয়ে বড় পর্যটন গন্তব্য কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ অন্য রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়।