‘গ্লোবাল ফুড সেইফটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন’ পেল আরলা ফুডস

ডেনমার্কের বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের গুঁড়া দুধের ব্র্যান্ড ডানোর প্রস্তুতকারী আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ফুড সেইফটি সিস্টেম সার্টিফিকেশন (এফএসএসসি) ২২০০০ (ভার্সন ৫) অর্জন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 06:10 PM
Updated : 30 May 2021, 06:10 PM

ফাইল ছবি

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুইজারল্যান্ডের পরিদর্শন, যাচাইকরণ, পরীক্ষা এবং প্রত্যয়ণকারী প্রতিষ্ঠান এসজিএস সম্প্রতি এই সার্টিফিকেশনটি অনুমোদন করেছে।

আরলা ফুডস দাবি করেছে, বাংলাদেশ এই সার্টিফিকেশন গ্রহণকারী একমাত্র গুঁড়া দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান তারাই।

আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার হলবার্গ বলেন, “নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির একটি বিশেষ পরিচায়ক হলো এই স্বীকৃতি।

“দায়িত্বশীল কর্ম পরিচালনার জন্য আরলা ফুডস বিশ্বব্যাপী স্বীকৃত। একই মানের দায়িত্বশীল কাজের মাধ্যমে আমরা বাংলাদেশেও ভবিষ্যতে ইতিবাচক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আগ্রহী।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড প্রতি মাসে দেশের দেড় কোটি ভোক্তার দুগ্ধজাত পুষ্টি চাহিদা পূরণ করছে।