‘বিআইএল চ্যারিটি ফান্ড’ গঠন করল ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ‘বিআইএল চ্যারিটি ফান্ড’ গঠন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 07:33 PM
Updated : 24 May 2021, 07:33 PM

মানব কল্যাণমূলক কার্যক্রমে ছাত্র-শিক্ষক সমাজের অংশীদারিত্ব নিশ্চিতের প্রয়াসেই সম্প্রতি দাতব্য এই তহবিল গঠন করা হয়েছে বলে ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তি জানান হয়।

এতে বলা হয়, ইতিমধ্যে এই তহবিল থেকে করোনা আক্রান্তদের সহায়তায় দাতব্য সংস্থা 'সংযোগ' এর কোভিড-১৯ চিকিৎসা সহায়তা ফান্ডে নগদ এক লাখ টাকার অনুদান দিয়েছে বিআইএল। এছাড়াও সাভারে ৪৫০ জন অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ, ১০০ জন শিক্ষার্থীর জন্য বইসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের সিনিয়র ডিরেক্টর সৈয়দা সারওয়াত আবেদ বলেন, “সমাজ এবং রাষ্ট্রের বলিষ্টতম অংশীদার হিসেবে যদি আমরা রাষ্ট্র এবং সমাজের প্রয়োজন অনুধাবন করতে না পারি, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যদি হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে উচ্চ শিক্ষাক্ষেত্র ও এর সব অংশীদার সামগ্রিকভাবে জনবিচ্ছিন্ন ও অকার্যকর হয়ে পড়বে।”