এনআইডি সংশোধন ফি পরিশোধ করা যাবে বিকাশে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবার ফি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পরিশোধ কতে পারবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 06:10 PM
Updated : 18 May 2021, 06:10 PM

এনআইডি সার্ভিস ফি পরিশোধ সেবার মাধ্যমে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সরকারি ফি’ আইকন। ভবিষ্যতে সরকারি সেবার অন্যান্য পেমেন্টও এই আইকনেই যুক্ত হবে বলে জানিয়েছে বিকাশ।

মঙ্গলবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা এনআইডির তথ্য সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, উভয় ধরনের তথ্য সংশোধন, ডুপ্লিকেট এনআইডির আবেদন, ডুপ্লিকেট এনআইডির জরুরী আবেদনসহ সকল সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন।

এর ফলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা আরো সহজেই নিতে পারবেন গ্রাহকরা।