বিকাশের অ্যাড মানিতে যুক্ত হল এক্সিম ব্যাংক

এক্সিম ব্যাংকের ১০ লাখ গ্রাহক এখন তাদের একাউন্ট থেকে কোনো খরচ ছাড়াই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা আনতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 05:47 PM
Updated : 16 May 2021, 05:47 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এ নিয়ে দেশের ২৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যাবে।

নতুন এই সেবার মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে এক্সিম ব্যাংকের গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, পেমেন্ট, অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদানসহ অন্যান্য সেবা নিতে পারবেন।

এছাড়া বিকাশের ২ লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাশ আউটও করতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশে ইস্যু করা সব ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগও পাবেন তারা।