র‌্যাব সদস্যদের জন্য নগদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে র‌্যাব সদস্যদের জন্য ৫ হাজার এন নাইনটিফাইভ মাস্ক ও ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 06:52 PM
Updated : 5 May 2021, 06:52 PM

বুধবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম র‌্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুনের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

র‌্যাব সদস্যদের সুরক্ষা সামগ্রী প্রদান করায় নগদকে ধন্যবাদ জানান র‌্যাবের মহাপরিচালক।

এসময় নগদের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাওসার, হেড অব এলইএ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশীদ, জেনারেল ম্যানেজার এলইএ অবসরপ্রাপ্ত ডিআইজি মাহবুব ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আসমা, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ ও পরিচালক (তদন্ত) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।