ওয়ালটন এসির বিক্রি বেড়েছে ‘সাড়ে চার গুণ’

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে ওয়ালটন এসির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে চার গুণ বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি খাতের দেশীয় এ কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 12:48 PM
Updated : 3 May 2021, 12:48 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, এবছর আয়োনাইজার, এন্টি ভাইরাল, ফ্রস্ট ক্লিনের মত আধুনিক ফিচারসহ নতুন মডেলের ইনভার্টার এয়ার কন্ডিশনার তারা বাজারে এনেছে।

“এসব এসিতে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও ছাড়ের সুবিধা। ক্রেতারা ঘরে বসে ফোন করলেই কাছাকাছি প্লাজা বা বিপণন কেন্দ্র থেকে নগদ পরিশোধের সুবিধায় এসব পণ্য পৌঁছে দেয়া হচ্ছে।”

এসব সুবিধার কারণেই এবার এসি বিক্রি বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

গত মাসের শুরুতে প্রথমবারের মতো ভয়েস কমান্ডে চলে- এমন এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বাজারে ছাড়ে এ কোম্পানি।

ওয়ালটন জানিয়েছে, তাদের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০ এর আওতায় ওয়ালটন এসির ক্রেতারা পাচ্ছেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ইনস্টলেশন ও হোম ডেলিভারি সুবিধা।

নির্দিষ্ট মডেলের এসিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনারও সুযোগ থাকছে। এছাড়া কোনো সুদ ছাড়াই এক বছরের ইএমআই এবং ৩৬ মাস পর্যন্ত সহজ কিস্তির সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।