১৫ লাখ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সহায়তা পাঠাবে নগদ

করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তার মধ্যে প্রায় ১৫ লাখ পরিবারের কাছে অর্থ পৌছে দিবে ‘নগদ’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 04:25 PM
Updated : 2 May 2021, 04:25 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিববারকে আড়াই হাজার টাকা করে সহায়তা দিচ্ছেন। ১৪ লাখ ৯৭ হাজার পরিবারের কাছে সেই ‘ঈদ উপহার’ বিতরণ শুরু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

সরকার-ব্যক্তি পদ্ধতিতে তালিকাভুক্ত প্রতিটি পরিবারের কাছে অর্থ সহায়তা ঈদের আগেই বিতরণ শেষ করবে ‘নগদ’।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভোলা, চট্টগ্রাম এবং জয়পুরহাট জেলায় ১৫টি দরিদ্র পরিবারকে ঈদ উপহার বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

গণভবন থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আহমদ কায়কাউস।

প্রথম দিনে প্রায় ১১ হাজার জন সুবিধাভোগীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

নগদ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীদের বাড়তি কোনো খরচ লাগছে না।

মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি অংশ বহন করবে ‘নগদ’।

সুবিধাভোগীরা প্রত্যেকে প্রতি হাজারে ‘নগদ’-এর অ্যাপ বহির্ভূত ক্যাশআউট রেট হাজারে ১৪ টাকা ৯৪ পয়সা হিসেবে মোট সাড়ে ৩৭ টাকা প্রাপ্ত হবেন।

ফলে প্রত্যেকের ‘নগদ’ ওয়ালেটে জমা হবে মোট ২ হাজার ৫৩৭ টাকা, যা তিনি ক্যাশআউট না করেও প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।