নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জে শুক্রবার দুপুর পর্যন্ত গ্যাস থাকবে না

সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য শুক্রবার সাড়ে সতা ঘন্টা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 01:45 PM
Updated : 15 April 2021, 01:45 PM

শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে বলে জানান তিতাস গ্যাসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন।

বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও তিতাস যৌথভাবে শুক্রবার হরিপুরে সঞ্চালন লাইনে একটি ভালভ প্রতিস্থাপনের কাজ করবে।

এ কারণে ওই সময়ে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল,পাগলা, ফতুল্লা, বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকায় এবং মুন্সিগঞ্জ সদর, বিসিক, রেকাবী বাজার ও আশেপাশের এলাকা, কাঁচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও এর আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তাছাড়া, কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপও কম থাকবে বলে জানান ওই কর্মকর্তা।