ইউসিবি আনল ‘ইউক্লিক’

বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি নীতিমালা অনুসারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) নিয়ে এল ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং ইউক্লিক সেবা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 06:01 PM
Updated : 12 April 2021, 06:01 PM
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, এই সেবার ফলে গ্রাহকরা ঘরে বসেই তাদের চাহিদা ও প্রয়োজনীয়তা সহজেই পূরণ করতে পারবে।

ইউক্লিক এর মাধ্যমে ১৮ বছর বা তদূর্ধ্ব দেশের যে কোনো বাংলাদেশি তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যে কোন সময় এবং যে কোন স্থান হতে অতি অল্প সময়ে সহজেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ হিসাব খুলতে পারবেন। একই সঙ্গে হিসাব সক্রিয় করার মাধ্যমে নিয়মিত ব্যবহার করতে পারবেন।

গ্রাহক নিজেই তার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একই অ্যাপের মাধ্যমে ইনিশিয়াল ডিপোজিটও করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউক্লিক এখন ওয়েবভার্শনের পাশাপাশি মোবাইল অ্যাপ দিয়েও ব্যবহার করা যাবে।