জর্দা, গুলের অর্ধেক কারখানা কর দেয় না
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2021 08:32 PM BdST Updated: 05 Apr 2021 08:32 PM BdST
জর্দা, গুলের মতো ধোঁয়াবিহীন তামাকপণ্য প্রস্তুতকারকদের অর্ধেকের বেশি এখনও কর জালের আওতায় নেই।
এক ওয়েবিনারে সোমবার এ সংক্রান্ত গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয়, দেশে ৪৩৫টি জর্দা কারখানা এবং ৪৮টি গুল কারখানার মধ্যে মোট ২১৮টি কর দিচ্ছে।
অন্যদিকে ২৯ জেলায় করজালের বাইরে থাকা ধোঁয়াবিহীন তামাকপণ্য উৎপাদনকারীর এক তৃতীয়াংশের লাইসেন্স নেই।
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহায়তায় এ গবেষণা কার্যক্রমের ফলাফল তুলে ধরেন গবেষক দলের প্রধান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআরের সঙ্গে এই ওয়েবিনারের আয়োজন করে তামাকবিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, উবিনীগ, ভয়েস ও প্রজ্ঞা।
‘বাংলাদেশে করজালের বাইরে থাকা ধোঁয়াবিহীন তামাক পণ্য উৎপাদকদের কর না দেওয়ার বাধাগুলো’ শীর্ষক এ গবেষণায় দেখা গেছে, ৯১ শতাংশ উৎপাদনকারী যন্ত্রের সাহায্য ছাড়া হাতে ধোঁয়াবিহীন তামাকপণ্য উৎপাদন করেন। সাধারণত বাড়িতে বা ক্ষুদ্র পরিসরের কারখানায় এগুলো উৎপাদন করা হয়। এগুলোর মোট কেনাবেচার পরিমাণ ২ কোটি ৭০ লাখ টাকা।
স্বয়ংক্রিয় কর রিটার্ন ব্যবস্থার অনুপস্থিতি এবং নজরদারির অভাবে এ খাতের উৎপাদনকারীরা কর ফাঁকি দেয়ার সুযোগ পান বলে গবেষণায় উঠে এসেছে।
এতে জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব আয় বাড়াতে এসব পণ্যে ব্যান্ডরোল ব্যবহার, অনিবন্ধিত কারখানাগুলোকে করজালের আওতায় আনার সুপারিশ করা হয়।
ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজর ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন সিটিএফকের রিসার্চ ডিরেক্টর মারিয়া জি. কারমোনা, সাউথ এশিয়া প্রোগ্রামস ডিরেক্টর বন্দনা শাহ এবং এনবিআরের বিভিন্ন কর্মকর্তাসহ তামাকবিরোধী সংগঠনগুলোর নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে এনবিআর সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) জাকিয়া সুলতানা বলেন, "শুধু রাজস্ব নয়, জনস্বাস্থ্যের বিবেচনায় ধোঁয়াবিহীন তামাকপণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবহার কমলে স্বাস্থ্যখাতে খরচ কমে যাবে।"
-
এফবিসিসিআই নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
-
ভারতে বেসরকারি খাতে ৬০০ রুপিতে টিকা বেচবে এসআইই
-
অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটসূচি প্রকাশ
-
কোভিড-১৯: সাড়ে ১০ লাখ পরিবার সহায়তা পাবে বিকাশে
-
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ
-
‘সীমিত পরিসরে’ অভ্যন্তরীণ ফ্লাইট চালু বুধবার
-
‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯
-
‘নগদ’ এ দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা
-
ন্যাশনাল ব্যাংকে এমডি নিয়োগ দিতে চিঠি
-
এফবিসিসিআই নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
-
কোভিড-১৯: সাড়ে ১০ লাখ পরিবার সহায়তা পাবে বিকাশে
-
ভারতে বেসরকারি হাসপাতালে ৬০০ রুপিতে টিকা বেচবে সেরাম ইনস্টিটিউট
-
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ
-
অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটসূচি প্রকাশ
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত