বিজিএমইএর ভোট শেষে ফলের অপেক্ষা

করোনাভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যে উৎসবমুখর পরিবেশে বিজিএমইএ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2021, 03:33 PM
Updated : 4 April 2021, 03:33 PM

রোববার সকাল ৯টায় ঢাকার হোটেল র‍্যাডিসনে ও চট্টগ্রামে সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

দ্বিবার্ষিক এই নির্বাচনে মাঝে দুপুরের খাবারের বিরতি দিয়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠনটির সদস্যরা।

সংগঠনের ৩৫ পরিচালক পদে জয়ী হতে সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ৭০ জন।
দিনভর ঢাকায় ১০ বুথে ভোট গ্রহণ করা হয়। এবার ঢাকায় ১ হাজার ৮৫৩ ও চট্টগ্রামে ৪৬১ ভোটার ছিলেন। এরমধ্য ঢাকায় ১৬০৪টি এবং চট্টগ্রামে ৩৯২টি ভোট পড়েছে।

ভোটগ্রহণ শেষে অন্যান্য প্রক্রিয়া শেষে রাত পৌনে ৯টায় ওএমআর মেশিনে ভোট স্ক্যানিং শুরু হয়।

জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ফোরামের আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ ও সম্মিলিত পরিষদের আবদুস সালাম মুর্শেদী উপস্থিত রয়েছেন।